শনিবার ২৭ এপ্রিল ২০২৪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ
মো. মামুন মিয়া, নারায়ণগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১, ৫:৩৮ PM
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড় ঘুরে স্বর্ণপট্টি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়।

এসময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রফিক আহমেদ, ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার আশা, দপ্তর সম্পাদক ইসমাইল মিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, সদস্য সচিব আলী আজগর, কাউন্সিলর সুলতান আহমেদ প্রমুখ। 

এতে সংক্ষিপ্ত বক্তব্যে টিপু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। মিছিল করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করে তাকে দেশে এসে রাজনীতি করতে দেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি মিথ্যা মামলায় সাজা প্রদান করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে না রেখে তাকে স্থায়ী জামিন দেওয়ারও দাবি জানাচ্ছি। 

আজকালের খবর/এএইস








সর্বশেষ সংবাদ
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানী ও কৃষি শ্রমিকদের অবদান রয়েছে: কৃষিমন্ত্রী
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগে সমতা চায় টিআইবি
স্বাগতম ২০২২, বিদায় ২০২১
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সুবাহর শরীরে নির্যাতনের চিহ্ন
তাদের মাখো মাখো ‘প্রেমের প্রাসাদ’!
‘আমাকে জায়গা দিন, এটা আমার প্রাপ্য’ : লালকেল্লার দাবিদার মোগল সম্রাজ্ঞী
চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা
ভোটের প্রচারণায় এগিয়ে মনোজ বৈদ্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft