শিরোনাম: |
কসবায় দুই ইটভাটাকে জরিমানা
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
|
![]() এ সময় বিজনা ব্রিকসকে চার লাখ টাকা ও কসবা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ওই দুটি ইটভাটাকে সতর্ক করা হলেও কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। হাসিবা খান জানান, বিজনা ব্রিকস শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তাই পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পাচ্ছে না। তাদেরকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু তা অমান্য করে ইট পোড়ানোয় জরিমানা করা হয়। কসবা ব্রিকসের ইট পোড়ানোর লাইসেন্স নেই, এটা তারা সংগ্রহ করেনি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর লংঘন করায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। আজকালের খবর/এএইস |