শিরোনাম: |
ঠাকুরগাঁওয়ে কে হচ্ছেন নৌকার মাঝি
গোলাম সারোয়ার সম্রাট, ঠাকুরগাঁও
|
![]() নৌকার মনোনয়ন প্রত্যাশী ডজনখানেক প্রার্থী থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন থেকে চারজন। এর আগে পৌর মেয়র সরকার দলীয় না থাকায় উন্নয়ন বঞ্চিত হয়েছেন এলাকার মানুষ। তবে এবার ভোটাররা আশা করছেন পৌর সভার উন্নয়ন কাজ পরিচালিত হবে সরকার দলীয় পৌর মেয়রের হাত ধরেই। যে কজন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের মধ্যে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্যেদের আশীর্বাদপুষ্ট জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র বাবলুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও গতবারের পরাজিত নৌকার প্রার্থী তহমিনা আখতার মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রীর ভাগনে আ.স.ম. গোলাম ফারুক রুবেল। এ ছাড়াও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলসহ বাকি প্রার্থীরাও দলীয় সমর্থন আদায়ে দেন-দরবার অব্যাহত রেখেছেন। তবে এর আগে ভোটারদের সঙ্গে জনসংযোগকালে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাবলুর রহমান জানান, মনোনয়ন পেলে ও নির্বাচনে জয়ী হলে ঠাকুরগাঁওকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। পৌরসভাকে মাদকমুক্ত, পরিচ্ছন ও পরিবেশবান্ধব শহর করে গড়ে তুলবেন। পৌরবাসীর বিনোদনের জন্য একটি আধুনিক পৌর পার্ক প্রতিষ্ঠাসহ শিশুদের জন্য একমাত্র শিশুপার্কটি সংষ্কার করে পৌরসভাকে যুগোপযোগী এবং আধুনিক মানসম্পন্ন করার অঙ্গীকার করেন তিনি। বাবলুর রহমানের আগে পাঁচ বছর সফল প্যানেল মেয়র ছিলেন। এ ছাড়াও তিনি নিজস্ব উদ্যোগে ও ব্যবস্থাপনায় বেসরকারি পর্যায়ে জেলায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি পাটকল প্রতিষ্ঠা করেন। তিনি কাউন্সিলর ও প্যানেল মেয়র থাকাকালে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারি এবং ব্যক্তি উদ্যোগে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি কাউন্সিলর থাকা অবস্থায় সরকারি সম্মানীর টাকাও জনগণের কল্যাণে ব্যয় করেন। উল্লেখ্য, বিগত মেয়াদে ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের মেয়াদে পৌরশহরের রাস্তাঘাটসহ পুরো ব্যবস্থার উন্নতি না হওয়ায় উন্নয়নবঞ্চিত পৌরসভার নির্বাচনে এবারে স্বেচ্ছায় মির্জা ফয়সল মেয়র প্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নিলেও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করে ঠাকুরগাঁও বিএনপি। আজকালের খবর/এএইস |