শিরোনাম: |
দশমিনায় ছাত্রদলের বিক্ষোভ
জায়েদ হোসেন, দশমিনা
|
![]() মঙ্গলবার সকাল ১০টায় দশমিনা শহরের সদর রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের পূর্ব পাশের সদর রোডে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহমেদ রিডেনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী সালাহ উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রানা, যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ সম্রাট সিকদার, সরকারি এআরটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজিব ও সদস্য সচিব হাসান আহমেদ জিদনী প্রমুখ। আজকালের খবর/এএইস |