শিরোনাম: |
গাজীপুরে গ্রাম আদালতবিষয়ক প্রশিক্ষণ
মাজহারুল ইসলাম, গাজীপুর
|
![]() বৃহস্পতিবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এ সময় তিনি গ্রাম আদালতের গুরুত্ব, গ্রাম আদালত সক্রিয়করণ ও গ্রাম আদালতের সুবিধার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার। প্রশিক্ষণে এ জেলার ১৭ ইউনিয়নের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার) ওয়াসিউজ্জামান চৌধুরী এবং গাজীপুর ডিসট্রিক্ট ফ্যাসিলিটেটর (গ্রাম আদালত) মো. জিল্লুর রহমান। |