শিরোনাম: |
দেশবন্ধু গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক ফেরদৌস
নিজস্ব প্রতিবেদক
|
চুক্তি অনুযায়ী দেশবন্ধু গ্রুপের বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম, শুভেচ্ছা প্রদানমূলক টিভিসি ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ অংশগ্রহণ করবেন। দেশবন্ধু গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের সিইও মো. তোফাজ্জল হোসেন, চিত্রনায়ক ফেরদৌস ও সমন্বয়কারী এজেন্সি প্রিয়ন্তীর সিইও মনোয়ার হোসেন পাঠান। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, উপদেষ্টা ব্রিগেডিয়ার জে. (অব.) সারোয়ার জাহান তালুকদার, পরিচালক ব্রিগেডিয়ার জে. (অব.) মো. জাকির হোসেন, ব্র্যান্ড ম্যানেজার এসএম সৈকাতুল ইসলামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। |