শিরোনাম: |
ইউএনও ওয়াহিদা হত্যাচেষ্টা: মামলার পরবর্তী তারিখ ৩০ নভেম্বর
মো. দেলোয়ার হোসেন, দিনাজপুর
|
![]() দিনাজপুর পুলিশ কোট পরিদর্শক মো. আব্দুল মজিদ জানান, আজ বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য্য ছিলো। মামলায় হাজতে থাকা আসামি মো. রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। অপর জামিনে থাকা ৪ আসামি আসাদুল হক, সান্টু রবি দাস, নবিউল ইসলাম ও নাহিদুল ইসলাম পলাশ আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। কিন্তু দিনাজপুর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মজিবর রহমানের মৃত্যুর কারণে আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকায় এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী তারিখ ৩০ নভেম্বর ধার্য্য করেন আদালত। পরে হাজতে থাকা আসামি রবিউলকে বিকেলে জেলা কারাগারে পাঠােনো হয়। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে দুস্কৃতিকারী প্রবেশ করে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় বাসায় থাকা তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলী শেখ তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে দীর্ঘদিন তাদের চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় আহত ইউএনও ওয়াহিদা খানমের বড় ভাই পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিন শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় গত ২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। আজকালের খবর/এসএম |