শিরোনাম: |
২২ দিনের শিশুকে কুপিয়ে মারলেন বাবা
মো. দেলোয়ার হোসেন, দিনাজপুর
|
![]() দিনাজপুর ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ফখরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলার ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইগ্রামের সুনিল চন্দ্র মহন্তের পুত্র সুবাশ চন্দ্র মহন্ত (২৮) যৌতুক না আনায় স্ত্রী অনামিকার (২২) ওপর শারীরিক নির্যাতন শুরু করে। এসময় অনামিকা আত্মরক্ষার জন্য ২২ দিনের নবজাতক শিশুপুত্রকে কোলে তুলে নেয়। এসময় রাগান্বিত হয়ে সুবাশ তার স্ত্রী অনামিকার কোল থেকে ওই শিশুকে কেড়ে নিয়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। নির্মম এই ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে সুবাশকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর সাড়ে ১২টায় সুবাশ চন্দ্র মহন্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সুবাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সন্তানকে হত্যার কথা জানিয়েছে। এদিকে, শারীরিক নির্যাতনে সুবাসের স্ত্রী অনামিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুবাশের শ্বশুর অনতু মহন্ত বাদী হয়ে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ফুলবাড়ী থানায় হত্যা এবং তৎসহ নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রওশন সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামি সুবাশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার তাকে দিনাজপুর জুডিশিয়াল আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের রিমান্ড চাওয়া হবে। দুই বছর আগে সুবাশ দিনাজপুর বিরামপুর উপজেলার ইসলামপাড়া গ্রামের অনতু মহন্তের কন্যা অনামিকা মহন্তকে বিয়ে করে। বিয়ের পর গত ২২ দিন পূর্বে তাদের ওই পুত্র সন্তান জন্ম নেয়। আজকালের খবর/এসএম |