শিরোনাম: |
ইমরানকে ব্যাট উপহার দিলেন আফগান ক্রিকেটাররা
নিউজ ডেস্ক
|
![]() এই সফরে প্রতিবেশী দুদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে আফগান নেতাদের সঙ্গে কথা হচ্ছে ইমরান খানের। প্রথম সফরে ইমরান খানকে সম্মান দেখিয়েছেন আফগান ক্রিকেটাররাও। বৃহস্পতিবার কাবুলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আফগান ক্রিকেটাররা। সেখানে ক্রিকেটাররা তাকে উষ্ণ সংবর্ধনা দেন। এ সময় পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে ক্রিকেটারদের স্বাক্ষরসংবলিত একটি ব্যাট উপহার দেন আফগান ক্রিকেটাররা। ওই দিনই পাক প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটে সেই ঘটনা তুলে ধরা হয়। সেখানে বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যমণি হয়ে ব্যাট হাতে ইমরান খান দাঁড়িয়ে আছেন। আফগান-তালেবান শান্তি আলোচনা এবং প্রতিবেশী দেশ হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ইস্যু নিয়ে বিশেষ প্রতিনিধিদল নিয়ে আফগানিস্তান সফরে রয়েছেন ইমরান খান। এ বিষয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্রান্স হেওয়াদ বলেছেন, পাকিস্তান-আফগানিস্তানের সম্পর্ক আরও দৃঢ় করতে এবং কাবুল সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে পাক প্রধানমন্ত্রী আফগান সফরে রয়েছেন।-জিওসুপার টিভি, টুইটার আজকালের খবর/এসএমএম |