মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
ভ্যাট ও কর বৃদ্ধি মূল্যস্ফীতি উসকে দেবে: ডিসিসিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:৪২ PM
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই পণ্যের ওপর কর এবং ভ্যাট আরোপ করেছে সরকার। যার প্রভাবে মূল্যস্ফীতিকে উসকে দিবে। আর এতে করে সাধারণ মানুষ আরও চাপে পড়বে। এমন সময়ে, এসেছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবও। ফলে, এসব সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মনে করে ঢাকা চেম্বার।

ফল, রেস্তোরাঁর খাবার, ইন্টারনেটসহ ১০০টিরও বেশি পণ্য ও সেবার ওপর মূল্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে, সব ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে। যার প্রভাব এখন থেকেই ভোক্তার উপর পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন ডিসিসিআই সভাপতি। 

আজ শনিবার মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্টেকহোল্ডারের সঙ্গে কোনো আলোচনা না করে কর আরোপ করা হয়েছে। ফলে, মূল্যস্ফীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

তাসকীন আহমেদ বলেন, ‘স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করে, একদিকে ব্যাংক ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা বিরাট অস্বস্তি তৈরি হয়েছে। সবকিছুর পরে যদি আবার এরকম একটি বিষয়ের বাস্তবায়ন বছরের মাঝে হয়ে যায় তাহলে কি ভাবে ইনফ্লেশন উপরের দিকে যাবে না, এটা আমাদের বোধগম্য নয়।’

এদিকে, গ্যাসের দাম ৭৫ টাকা ৭২ পয়সা বা ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এর ফলে, শিল্প খাতে ব্যবসায়ীদের খরচ আরও বেড়ে যাবে বলে জানান ডিসিসিআই সভাপতি।

আজকালের খবর/ওআর











সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রাজনৈতিক চাপে নিয়োগ বাতিল হচ্ছে ৪৫০০ কর্মচারীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft