প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৪:২২ পিএম
একবার দেখি আমার ইচ্ছা সাদা বকের সাথে
ধানক্ষেত থেকে বিলের উপর দিয়ে দূরে চলে যায়...
আর একবার
কালো কাঁক সভ্যতার নর্দমায়;
চিল বুঝি খুব নিশ্চিন্তে
ব্যস্ততাহীনভাবে উঁচু আকাশে ওড়ে?
আমিও উড়তে উড়তে ঘুমিয়ে পরি তার সাথে!
ভুলেও বৃক্ষ ভাবেনি
পুঁচকে আমি বিষ মজাবো তার বুক ক্ষত করে
কাঠঠোকরা হয়ে।
শালিক হয়ে হাঁটলাম
এই বাড়ি সেই বাড়ির আনাচে কানাচে...
নিমন্ত্রণ পেলে উঠানে;
মাঝে মাঝে পেঁচার মতো
‘সব বুজেছি কিছুই বলবনা’
একবার কবুতর হয়ে বন্দী ছিলাম বেশ কিছুদিন
সুযোগ পেয়ে দিলাম উড়াল...
তারপর
আর ঘরে ফেরার ইচ্ছা জাগে না।
আজকালের খবর/আরইউ