ভারতের রাজধানী নয়াদিল্লির ৪০টি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে; আর এই হুমকি পাঠানো হয়েছে ‘কেএনআর' নামে একটি গ্রুপের নাম দিয়ে।
রোববার রাত থেকে পাঠানো ই-মেইলগুলোতে দাবি করা হয়, স্কুলগুলোর ‘বিভিন্ন স্থানে বোমা পেতে রাখা হয়েছে।’ এসব বোমা নিষ্ক্রিয় করার বিনিময়ে প্রায় ২৮ হাজার ৪০০ ইউরো বা সাড়ে ২৫ লাখ রূপি মুক্তিপণও দাবি করা হয়।
বোমা হুমকির শিকার স্কুলগুলোর মধ্যে রয়েছে নয়াদিল্লির অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ডিপিএস আরকে পুরম, জিডি গোয়েঙ্কা, ব্রিটিশ স্কুল, এবং মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল।
ই-মেইলে পাওয়া এই হুমকি বাস্তব কিনা তা এখনো জানা যায়নি। অতীতেও ভারতে স্কুল, বিমানবন্দর এবং রেল স্টেশনে এরকম হুমকি পাঠানো হয়েছে। তবে তা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির ই-মেইলটি একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে রবিবার একযোগে পাঠানো হয়। সেদিন স্কুলগুলো বন্ধ ছিল। ই-মেইলে হুমকিদাতা হিসেবে 'কেএনআর' গ্রুপের কথা উল্লেখ করা আছে।
হুমকি পাঠানো ই-মেইলে লেখা হয়, বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো হয়েছে। বিস্ফোরণে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে অনেক মানুষ আহত হবে।
এদিকে হুমকি পাঠনো ই-মেইলের পরপরই দিল্লি পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং দমকল বাহিনী সক্রিয় হয়ে উঠেছে। প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হচ্ছে। তবে সোমবার দুপুর পর্যন্ত কোনো বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, ই-মেইলের উৎস এবং এতে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
তবে এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি সিং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, দিল্লিতে প্রতিদিনই খুন, গুলি চালানো এবং মুক্তিপণের ঘটনা ঘটছে। এখন স্কুলগুলোতে বোমা হামলার হুমকি পাওয়া যাচ্ছে। দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনো এতটা খারাপ ছিল না। বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জনগণের নিরাপত্তা দিতে।
আজকালের খবর/ এমকে