বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
সখীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
মো. রফিকুল ইসলাম, সখীপুর
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৮ PM
টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালত্বলা চত্বরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৯ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে তালত্বলা চত্বরে একত্রিত হয়ে পূর্ব ঘোষণা অনুসারে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা সমাবেশ করে। 

একই সময় কৃষক শ্রমিক জনতা লীগের একটি মিছিল নিয়ে তালত্বলা চত্বরে আসার পথে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে পিছু হটে পোস্ট অফিসের সামনে উপজেলা ছাত্রদলের নাঈম শিকদার নামে এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ৫ জন আহত হয়। পরে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

গত ৭ ডিসেম্বর (শনিবার) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী তার বাসভবনে বর্ধিত সভায় উপজেলা বিএনপির কর্মীদের কটাক্ষ করে বক্তব্যে দিলে তার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি সাহজাহান সাজুর অশালীন বক্তব্যের অভিযোগ এনে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা আজ (সোমবার) সকালে একটি মিছিল করার চেষ্টা করেছিল।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন (ওসি) গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে অলিগলিতে তিনিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো। তিনি আরো জানান,পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
চিলাহাটিতে বাউ মুরগি পালনের আগ্রহ বাড়ছে
‘ছাত্র সমন্বয়কদের ঘোষণাপত্রের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া ঐতিহাসিক ভুল’
দুর্নীতির মাধ্যমে পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পদ পাওয়ার অভিযোগ
জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা কমিটির অভিষেক
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়তে চায় পাকিস্তান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তাড়াশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মহিলা মেম্বারকে মারধরের অভিযোগ
কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
কুমিল্লায় জামায়াত নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
না ফেরার দেশে নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাৎ হোসাইন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft