বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
বাকি না দিতে একই সুর ইবি উপাচার্য-ছাত্রদল-ছাত্রশিবিরের
রবিউল আলম, ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৩২ PM
দীর্ঘ প্রায় ২১ মাস পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া আজ সোমবার (৯ ডিসেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ দিন দুপুর বারোটার দিকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বাকি না দিতে একই সুরে সুর মিলালেন উপাচার্য, শাখা ছাত্রদল ও শাখা ছাত্রশিবির।

ক্যাফেটেরিয়া পরিদর্শনকালে নতুন ম্যানেজার রাজু আহমেদকে দিকনির্দেশনা দিতে গিয়ে উপাচার্য বলেন, খাবার সবসময় ঢেকে রাখবেন। সব স্টাফদের বলে দিবেন যাতে ক্যাফেটেরিয়ার ভিতরে বসে কেউ যেন ধূমপান না করে। যদি তাদের করতেও হয় তাহলে বাহিরে গিয়ে যেন ধূমপান করে আসে। ধীরে ধীরে আমরা এই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত করবো। 

তিনি ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন। তিনি খাবার পরিবেশনকালে নির্দিষ্ট ইউনিফর্ম ও হ্যান্ড গ্লাভস পরিধান করতে বলেন। উপাচার্য ক্যাফেটেরিয়ার সংশ্লিষ্ট সকলকে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহারের নির্দেশ দেন। উপাচার্য নিজেও খাবার খেয়ে টাকা পরিশোধ করেন এবং ম্যানেজারকে বলেন, আমার নামে কেউ যেন বাকি না খায়। এই সংস্কৃতি চলবে না।

উপাচার্যের পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ম্যানেজারকে বলেন, ছাত্রদলের কোনো কর্মী যদি বাকি খেতে চায়, তাহলে সরাসরি আমাকে অবহিত করবেন। এই ক্যাম্পাসে ছাত্রলীগের মতো বাকির খাতা বানাতে চাই না। ছাত্রলীগের মতো আড়াই লাখ টাকা বাকি খেয়ে উধাও হওয়ার মতো সংস্কৃতি এখানে চলবে না।

এদিকে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, ম্যানেজারকে সবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য বলবো। সবাই এক না। একেকজন একেক মাইন্ডের। আমাদের কোনো কর্মী সংগঠনের পরিচয় দিয়ে বাকি খেতে পারবে না। এসময় বাকি না দিতে ম্যানেজারকে জোড়ালো ভাবে বলে দেন তিনি।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিকলী উপজেলা বিএনপির কাউন্সিলে মিঠু-হেলিম নির্বাচিত
পীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ
মহেশপুরে স্কুলছাত্র নিহত
চিলাহাটিতে বাউ মুরগি পালনের আগ্রহ বাড়ছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তাড়াশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মহিলা মেম্বারকে মারধরের অভিযোগ
কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুমিল্লায় জামায়াত নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রূপসা-গড়াই বাস আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft