মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
কুরআন ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করবো: ইবির নবনিযুক্ত প্রো-ভিসি
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৪ PM
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-কুরআন ইনস্টিটিউট এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আজ রবিবার বেলা ১১টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, এ বিশ্ববিদ্যালয়ে একটি আল-কুরআন ইনস্টিটিউট এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার আমরা চেষ্টা করবো। আন্তর্জাতিকভাবে নেটওয়ার্কিং তৈরি হবে। 

তিনি আরও জানান, আল্লাহ তা’আলার অশেষ রহমতে আমি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নিযুক্ত হয়েছি। আমার হায়াত বাড়ানোর জন্য দোয়া না চেয়ে আমি যেন নৈতিকতা, সৎ ও নিষ্টার সাথে কাজ করতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন। আমি সবার জন্য সমানভাবে কাজ করতে চাই। ডিপার্টমেন্ট কিংবা জেলা ভিত্তিক কোনো কোনো বৈষম্য আমি করবো না।

এ সময় অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকিব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও ডিন ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী ও অধ্যাপক ড. আবূ নোমান মো. এরশাদ উল্লাহসহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রাজনৈতিক চাপে নিয়োগ বাতিল হচ্ছে ৪৫০০ কর্মচারীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft