প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৮ PM
সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’খ্যাত অভিনেতা ফাওয়াদ খানকে প্রশংসায় ভাসিয়েছেন বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারি।
টেক্সাসে একটি ইভেন্টে নিজের প্রিয় অভিনেতার নাম জানতে চাওয়া হলে তিনি একবাক্যে ফাওয়াদ খানকে তার প্রিয় অভিনেতা হিসাবে উল্লেখ করেন। এসময় তিনি পাকিস্তানি নাটকের প্রশংসা করেন। -খবর ডেইলি জং অনলাইন
“আমি ফাওয়াদ খানের ভক্ত। তিনি একজন ব্যতিক্রমী অভিনেতা।”
পত্রিকাটি জানায়, টেক্সাসের ডালাসে থ্রি ৬০ নামের একটি দাতব্য ইভেন্ট আয়োজিত অনুষ্ঠানে নেটফ্লিক্স রিয়েলিটি শো ফ্যাবুলাস লাইভস বনাম বলিউড ওয়াইভস-এ নীলম তার ভূমিকার জন্য জনপ্রিয়। ওই অনুষ্ঠানে উপস্থিত দর্শকের প্রশ্নের জবাবে নীলম এমন মন্তব্য সবার নজর কেড়েছে।
ওই অনুষ্ঠানে পাকিস্তানি-আমেরিকান এক দর্শক নীলমের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন ভারতে কি কারণে পাকিস্তানি নাটকগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে। এ জবাবে নীলম বলেন ‘সম্ভবত পাকিস্তানি নাটকের সাফল্য তাদের আকর্ষক গল্প এবং গভীর আবেগপূর্ণ সংযোগের মধ্যে নিহিত। অভিনেতাদের দুর্দান্ত অভিনয় এবং বাস্তবসম্মত সংলাপ তাদের অনন্য করে তোলে।’
খুদগার্জ তারকা আরো বলেন- বিশ্বব্যাপাী লকডাউন চলাকালে তিনি নিজে বেশ কয়েকটি পাকিস্তানি নাটক দেখেছেন।
আজকালের খবর/আতে