বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ কমছেই, আরও কমার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ PM
দেশে ধারাবাহিকভাবে কমছে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিনিয়োগ কমেছে ১৫ শতাংশ। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে দেশি-বিদেশি বিনিয়োগ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ জন্য ব্যবসার পরিবেশ তৈরি ও আস্থা অর্জন করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। 

গত কয়েক বছর ধরেই দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথমেই ধাক্কা খায় দেশের প্রধান রপ্তানি খাত তৈরী পোশাক। দুর্বৃত্তের হামলা ও শ্রমিক অসন্তোষে অনেকটা স্থবির হয়ে যায় উৎপাদন। এমন পরিস্থিতিতে বিনিয়োগে স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের নীতি নির্ধারকরা। 

ভাটা পড়েছে বিদেশি বিনিয়োগেও। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে নিট এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ৩০ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ তিন মাসে এফডিআই কমেছে ১৫ শতাংশ। 

এ নিয়ে ফরেন ইনভেস্টর চেম্বারের সভাপতি জাবেদ আখতার বলেন, ‘এই মুহূর্তে তিন মাসে নতুন বিনিয়োগ আসবে না। কারণ সবাই চিন্তা করবে কী হবে  বাংলাদেশে, নতুন সরকার আসকে কি আসবে না। এসব অনিশ্চয়তা তো থাকবেই। দ্রুত এই অবস্থার পরিবর্তন হবে না।’

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গড়ে তোলা ১০০ অর্থনৈতিক অঞ্চলেও কাঙ্খিত বিদেশি বিনিয়োগ আসছে না। ব্যবসায়ীরা বলছেন, সেবার পরিধি বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না।

ফরেন ইনভেস্টর চেম্বারের সভাপতি জাবেদ আখতার বলেন, ‘প্রফিট করে এখান থেকে টাকা তো নিয়েও যেতে হবে। এ জন্য চিন্তা করছে তারা।  আমাদের দরকার দেশের বিশ্বাসযোগ্যতা বাড়ানো। যতই আমরা বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারব ততই তারা বিনিয়োগে ভরসা পাবে।’
 
বিডার নির্বাহী সদস্য ড.খন্দকার আজিজুল ইসলাম বলেন, ‘ইউটিলিটি যে খাতগুলো রয়েছে, যেমন গ্যাস ও বিদ্যুৎ, এগুলো কিন্তু এখন ভালো অবস্থানে রয়েছে। আমাদের এখন যে পাঁচটি বিনিয়োগকারী জোন রয়েছে সেখানে এখন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসতে পারেন।’

বিভিন্ন গবেষণা সংস্থার তথ্যমতে, দেশের এফডিআই এখনো জিডিপির ১ শতাংশের কম। উন্নত দেশের লক্ষ্য পূরণে যা আরও বাড়াতে হবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি নীতি সহায়তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। 


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
টিউলিপের পদত্যাগের পর তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
জাতীয় দিবস উদযাপন ও নীতি নির্ধারণে ইবির স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন
গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র ছাড়া এই সরকার বেআইনি ও অবৈধ : ফরহাদ মজহার
তারেক রহমান বরাবর জাবি ছাত্রদলের পদবঞ্চিতদের স্মারকলিপি প্রদান
কসবায় ভাইয়ের হাতে ভাই খুন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত
একে একে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তাড়াশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মহিলা মেম্বারকে মারধরের অভিযোগ
কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলো চার কমিশন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft