প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৪:০৩ PM আপডেট: ০৬.১২.২০২৪ ৪:০৪ PM
![](../2024/12/06/ak_1733479464.jpg)
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসারদের তোপে ১১৬ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। ফলে ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হবে ১১৭ রান।
দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ।
বোলিং প্রান্তে এসে মারুফ মৃধা পাকিস্তান শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন। দলীয় ২ রানে আউট করেন ওপেনার উসমান খানকে (০)। এরপর নিজের দ্বিতীয় ওভারে আরও আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে ফেরান এই পেসার।
মাঝে অধিনায়ক সাদ বাইগ আর মোহাম্মদ রিয়াজুল্লাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। সেট এই দুই ব্যাটারকেই আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।
৭৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কোনো ব্যাটারকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ।
টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট শিকার করেন আরেক পেসার মারুফ মৃধা।
আজকালের খবর/ওআর