নেতাকর্মীর ভুল উপলব্ধির কারণে বিএনপির ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ৫ আগস্টের পর আমাদের কিছু কিছু সহকর্মীর মনে অদ্ভুত একটি অনুভব এসেছে, আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। যেসব সহকর্মী এ রকম ভুল উপলব্ধি করছেন, তাদের আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সরকার গঠন করিনি, সরকারি দলে নেই, এখনও বিরোধী দলেই আছি।
বুধবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠমো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও ড. মওদুদ আলমগীর পাবেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম বিভাগে বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ সাংগঠনিক জেলা থেকে ৮৫৯ জন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমাদের কেউ যদি মনে করেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যাদের ভাবতাম, তারা মাঠে নেই বা তারা মাঠে দুর্বল– তাহলে মন থেকে এ কথা সরিয়ে দিন। প্রকৃতপক্ষে আগামী নির্বাচন অনেক কঠিন হবে। যদি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে থাকত বা থাকতে পারত, সে ক্ষেত্রে নির্বাচন যতটা কঠিন হতো, তার চেয়েও আগামী নির্বাচন আরও কঠিন হবে। কারণ অনেক ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকে যদি উপড়ে আসতে হয়, আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। এ সময় দল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশনা দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা নিশিরাতের নির্বাচন কিংবা, ব্যালট চুরির নির্বাচন নয়, আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেটে। যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে, স্বচ্ছভাবে, সুন্দরভাবে, নিরাপদে, নিরাপত্তার সঙ্গে ভোট দেবে। সেটা অর্জন করতে হলে আপনাদের অনেক কিছুর পরিবর্তন করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে আমরা শুনেছিলাম, একটি দলের একজন নেতা ভারত থেকে এসে বলেছিলেন, তারা তাদের (ভারতকে) অনুরোধ করে এসেছে, যে কোনো মূল্যে তাদের ক্ষমতায় রাখতে হবে। বিএনপি এসবে বিশ্বাস করে না। জনগণের সমর্থন নিয়েই আমরা দেশ পরিচালনা করতে চাই।
বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ৩১ দফা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে, এখানে বদল করা যাবে না। অবশ্যই পরিবর্তন করা যাবে। কারও যদি কোনো প্রস্তাব থাকে, আমাদের পাঠালে, সেখানে যদি ভালো কিছু থাকে, তাহলে আমরা গ্রহণ করব।
জ্বালানি খাতে লুটপাটের বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের জ্বালানি খাতকে স্বৈরাচার শুধু লুটপাটের উদ্দেশে ব্যবহার করেছে। এ খাতকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, এটার খেসারত এ দেশের মানুষকে দিতে হচ্ছে।
আজকালের খবর/ এমকে