বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
অরগানাইজেশন ফর দ্য ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ অ্যান্ড মেকানিক্সের সংবাদ সম্মেলন
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ PM
ঢাকা মহানগরীর ওয়ার্কশপগুলো একটি নির্দিষ্ট জায়গায় স্থাপনের জন্য আধুনিক ও উন্নতমানের ‘অটোমোবাইলস জোন’ স্থাপনের দাবি জানিয়েছেন অরগানাইজেশন ফর দ্য ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ অ্যান্ড মেকানিক্স’র নেতারা। 

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খালিদ হোসাইন বুদ্ধু লিখিত বক্তব্যে এ দাবি জানান। এ সময় বর্তমান সরকারের কাছে সাত দফা দাবিও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সমৃদ্ধ অটোমোবাইলস ওয়ার্কশপ জোন নির্মাণ, অটোমোবাইল ইউনিভার্সিটি ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক অটোমোবাইল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ৩৫০০ সিসি’র উর্দ্ধে গাড়ির ইঞ্জিনে গভর্নর সিল সংযোজন, রেন্ট-এ কারের জন্য প্রতিটি থানায় একটি করে রেন্ট-এ-কার স্ট্যান্ড নির্মাণ, রেন্ট-এ-কারের ট্যাক্স টোকেনের ফি ৫০ শতাংশ কমানো এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পৃথক আদালত প্রতিষ্ঠা করার দাবি তুলে ধরা হয়। 

খালিদ হোসাইন বুদ্ধু বলেন, একটি আধুনিক অটো মোবাইলস জোন প্রতিষ্টা হলে সেখানে থাকবে তিন শতাধিক ওয়ার্কশপ, রিকন্ডিশন মাল কেনা-বেচার বড় দোকান, পার্টস ঢালাই কারখানা, রিকন্ডিশন গাড়ি কেনা-বেচার কেন্দ্র, দেশ-বিদেশের গাড়ি উৎপাদনকারী কোম্পানির অ্যাডভারটাইজমেন্ট শোরুম, মল্ডিং কারখানা, লেদ কারখানা এবং যন্ত্রাংশ নির্মাণ প্রতিষ্ঠান। আর এতে দেশের পাঁচ লাখ কর্মীর কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, গাবতলী টার্মিনালের পিছনে ২৪৬ একর জায়গা রয়েছে সরকারের। এই জায়গার মালিক তিনটি মন্ত্রণালয়। সেখানে এখনো তেমন কোনো জনবসতি গড়ে ওঠেনি। অটোমোবাইলস সিটির জন্য এটি হতে পারে উত্তম জায়গা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে অন্তত ১১ হাজারের বেশি গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছেন প্রায় এক লাখ তিরিশ হাজার কর্মী। তবে সমস্যা হচ্ছে, সড়কের পাশে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপে কাজ করাতে গিয়ে গাড়ির মালিকরা অস্বস্তিবোধ করেন। স্থান স্বল্পতায় তাদের গাড়িগুলো রাস্তার ওপর রেখেই কাজ করতে হয়। এতে করে যানবাহনসহ পথচারির চলাচলেও বিঘ্ন ঘটে। গাড়ি মেরামতকালে টেস্ট করতে গিয়ে হর্ন বাজানোসহ হাতুড়িপেটা করতে হয়। এতে শব্দ দূষণ হয় এবং স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রমের বিঘ্ন ঘটে। এ ছাড়া ওয়ার্কশপের কারণে সংশ্লিষ্ট আবাসিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এসকল সমস্যা সমাধানের লক্ষ্যই সংবাদ সম্মেলনে নানা দাবি তুলে ধরা হয়।   

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯
ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রূপসা-গড়াই বাস আটক
এফসিডিতে পরীক্ষামূলকভাবে ফ্লোরের ভাড়া ও শুটিং খরচ কমেছে
ট্রাম্পের অভিষেক ঘিরে নিরাপত্তার চাদরে ওয়াশিংটন
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠিত
তাড়াশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মহিলা মেম্বারকে মারধরের অভিযোগ
কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
না ফেরার দেশে নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাৎ হোসাইন
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft