জাবিতে প্রজাপতি মেলা ৬ ডিসেম্বর
নাইম খান, জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম
উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে সামনে রেখে প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপ্রতি মেলা-২০২৪। শুক্রবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে মেলাটি অনুষ্ঠিত হবে।

বুধবার ( ৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রজাপতি মেলার আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য (বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন 'প্লানটেশন ফর নেচার - এর প্রতিষ্ঠাতা) এবারের প্রজাপতি মেলায়, সবুজ চাকমা (প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, খাগড়াছড়ি) -কে বাটারফ্লাই এওয়ার্ড ২০২৪ প্রদান করা হবে। বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট এওয়ার্ড ২০২৪ প্রদান করা হবে, মো. সাব্বির আহম্মেদ কে ( শিক্ষার্থী,  প্রাণিবিদ্যা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। এছাড়া প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উম্মুক্ত বাগান।

প্রজাপতি মেলার দিনব্যাপী আয়োজনে থাকছে,মেলা উদবোধন ও  প্রজাপতি বিষয়ক অ্যাওয়ার্ড প্রদান, র‍্যালী, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

অধ্যাপক মনোয়ার বলেন, এ বছর আমরা ১৪ তম প্রজাপতি মেলা উৎযাপন করতে যাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ যুগের বেশি সময়ধরে এ মেলা আয়োজিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের শিশু কিশোরসহ নানা বয়সের মানুষ প্রজাপতির এ মেলা দেখতে আসেন। প্রজাপতির সাথে প্রকৃতির গুরুত্ব টা কি মানুষ এখানে এসে দেখতে পারেন,বুঝতে পারেন। একটা শিশু যখন চোখের সামনে এসব দেখতে পারে তখন প্রজাপতিকে নিয়ে নতুন ভাবে ভাবতে শেখে। প্রজাপতি টিকে থাকলে প্রকৃতি টিকে থাকবে। এই মেলায় এসে ইকো সিস্টেমে প্রজাপতির গুরুত্ব জানার মাধ্যমে আমরা সকলে সচেতন হতে পারবো। 

এবারের মেলার টাইটেল স্পন্সর হয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও আই ইউ সিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার)। আরন্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft