প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:২০ PM
‘তছনছ’ করতে আসছেন ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির নবাগত মুখ চিত্রনায়ক মুন্না খান। এরআগে জাতীয় পুরস্কারজয়ী গুণী নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিক ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় অভিষেক হয় এই চিত্রনায়কের। প্রথম ছবিতেই কলকাতার আবেদনময়ী অভিনেত্রী কৌশানীকে বুকে টেনেছিলেন এই অভিনেতা। মুক্তিতেই ব্যাপক আলোচনার জন্ম দেন মুন্না খান। এবারে ভিনদেশী নয়, বুকে জড়াতে চলছেন ঢালিউডের আবেদনময়ী চিত্রনায়িকা ইয়ামিন ববিকে। কমল সরকারের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করবেন সুপারস্টার শাকিব খানকে গড়ার অন্যতম কারিগর বদিউল আলম খোকন।
এ উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় (৫ ডিসেম্বর) মগবাজারের একটি হোটেলে মহরতের আয়োজন করেছে। সে উপলক্ষে ফার্স্ট লুকও প্রকাশ করেছে মুন্না খানের প্রযোজনা হাউজ।
এ ব্যাপারে মুন্না খান বলেন, মহরতের মাধ্যমে আমরা অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দিবো। এবারেও গত ছবির অভিনয় শিল্পীরাই থাকবেন। তবে নতুন করেও কিছু শিল্পী যুক্ত হবেন। আগামী ঈদুল আজহায় মুক্তির টার্গেট নিয়ে ফেব্রুয়ারিতে ক্যামেরা ওপেন করবো।
মুুন্না খান ও ববি ছাড়াও ‘তছনছ’ করবেন দীপা খন্দকার, মিশা সওদাগর, জয় রাজ, বদ্দা মিঠু, জাহিদ ইসলাম প্রমুখ।
আজকালের খবর/আতে