প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৪:২৭ PM
ভারতীয় নির্মাতা গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনেত্রী চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত। এরপর ‘চাঁদের আলো’ নামের একটি ছবিতে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেন। জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে মন জয় করে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার একমাত্র মেয়ে।
মুক্তি এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ ছবিতেও অভিনয় করেন। আবেদন থাকলেও পারিবারিক কারণে এরপর তাকে পর্দায় আর খুব একটা দেখা যায়নি। বর্তমানে অসুস্থ মায়ের দেখভাল করছেন তিনি। তবে অভিনয়ে না থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট আয়োজনে পাওয়া যায় মুক্তিকে। পাশাপাশি নিয়মিত সামাজিক কাজে দেখা মেলে। ইতিমধ্যে তিনি ‘ভালো মনে মানুষ হিসেবে’ পরিচিত হয়ে উঠছেন। সেই ধাবাহিকতায় এবার ক্যানসার আক্রান্ত ইউনুস মিয়ার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী।
গেলো ২৮ নভেম্বর একটি গণমাধ্যমে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না ক্যানসারে আক্রান্ত ইউনুস মিয়ার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তা অভিনেত্রী মুক্তির দৃষ্টিতে পড়ে। এরপর তিনি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে ক্যানসার আক্রান্ত ইউনুস মিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন।
এই বিষয়ে প্রচারবিমুখ মুক্তি বলেন, আমরা মানুষ একে অন্যের বিপদে পাশে দাঁড়াব এটাই স্বাভাবিক। সংবাদটি যখন আমি দেখি তখনই আমি মনস্থির করি আমার সাধ্যমতো তাকে সহযোগিতা করব। সবার প্রতি আহ্বান থাকবে বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। হয়তো আপনার আমার একটু সহযোগিতাই বদলে দিতে পারে তাদের জীবন।
আজকালের খবর/আতে