মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
শিশুর ক্ষুধা-অপুষ্টি দূরীকরণে এনাফ প্রোগ্রাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৮:০২ PM
শিশুর ক্ষুধা ও অপুষ্টি দূর করতে নতুন ক্যাম্পেইন ‘এনাফ’ প্রোগ্রাম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য বিতরণ এবং দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের সামনে ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর ড. রাহুল ম্যাথিউ নিমাগাদা।

তিনি জানান, শিশুর অপুষ্টি জনিত সমস্যা চিহ্নিত করা ও এর স্থানীয় সমাধানের লক্ষ্যে এখন বাংলাদেশের ২৮ জেলার ৮৮টি উপজেলায় কাজ করছে সংস্থাটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির লক্ষ্য ২- ‘ক্ষুধা মুক্তি’ অর্জন করতে এনাফ ক্যাম্পেইনের ইউনিয়ন পরিষদে পুষ্টি ও স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ, জেলা পর্যায়ে পুষ্টি মনিটরিং কার্যক্রম বেগবান করা এবং জাতীয় পর্যায় থেকে খাদ্যের সুষম বণ্টনের নিশ্চয়তা নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় কক্সবাজারে ওয়ার্ল্ড ভিশনের রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রোগ্রামের  রেসপন্স ডিরেক্টের অসুস্থ চার্লস স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন।

বিশ্বের কয়েকটি দেশে মানবিক সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতার কথা তুলে ধরে অসুস্থ চার্লস রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রমের প্রকল্প বাস্তবায়নে সাংবাদিকদের সহায়তা ও পরামর্শ প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় কক্সবাজার জেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনা সভায় তারা বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক মো. নুরুল ইসলাম ও সাইফুল ইসলাম চৌধুরী।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft