মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
কুমিল্লায় চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:০৭ PM
পরিবহন, বাজারসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খান। 

তিনি বলেছেন, কুমিল্লা জেলায় মাদকের ছোবলে অনেক মানুষের জীবন নষ্ট হচ্ছে। মাদকের ভয়াবহতা কমাতে কাজ করা হবে। 

কুমিল্লায় যোগদান উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
 
নাজির আহমেদ খান বলেন, কুমিল্লায় যানজটের সমস্যার কথা জেনেছি। আমাদের প্রয়োজনের তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা কম। তবুও যানজট সমস্যা নিরসনে জোরালোভাবে কাজ করা হবে। কুমিল্লা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। সম্প্রীতি নিয়ে এ জেলার ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য ধরে রাখতে আপনাদের সহায়তা লাগবে। কেউ ধর্মীয় বিদ্বেষ ও উসকানিমূলক লেখালেখি যাতে না করতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন। জুলাই বিপ্লব পরবর্তী নতুন কুমিল্লা গড়তে আমরা বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জানান, জুলাই বিপ্লবে কুমিল্লায় এক হাজারের বেশি অস্ত্রধারী ছাত্রজনতার ওপর আক্রমণ করেছে। অস্ত্রধারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাসপোর্ট ভেরিফিকেশনে বিলম্বের কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিলম্ব কমিয়ে আনতে ব্যবস্থা নিতে হবে। কিছু জায়গায় পুলিশ দ্বারা উল্টো ভিকটিমরা হয়রানির শিকার হচ্ছেন।

এসব বিষয় চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান সাংবাদিকরা। তারা চুরি ছিনতাইরোধে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।

মতবিনিময় সভায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।  

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রাজনৈতিক চাপে নিয়োগ বাতিল হচ্ছে ৪৫০০ কর্মচারীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft