প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২:২১ PM আপডেট: ০২.১২.২০২৪ ২:৩৩ PM
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কার্টুন ভর্তি ২০ ক্যান বিয়ারসহ আব্দুল হামিদ নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
জানা যায়, আটককৃত আসামি, টেকনাফ পৌরসভা ৬নং ওয়ার্ডের ফজল করিম এর ছেলে আব্দুল হামিদ (৩২)।
সোমবার (২ ডিসেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া সাকিনস্থ ফজল করিমের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়াস উদ্দিন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড কলেজ পাড়া সাকিনস্থ ফজল করিমের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য বিয়ার বিক্রয় করার জন্য অবস্থান করে।
এসময় ওই স্থানে পুলিশের অভিযানিক টিম পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তি ডান হাতে থাকা একটি কাগজের কার্টুনসহ দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় সেই ব্যক্তিকে আটক করে।
তিনি আরো বলেন, পরে আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করে টেকনাফ মডেল থানার মামলা নং-০৮/৭০৪, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করা হয়।
উল্লেখ্য আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করণ ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকালের খবর/বিএস