মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
আগে সংস্কার পরে নির্বাচন: নুর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১১:২০ PM
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র, প্রশাসন, আইন-শৃঙ্খলা ও নির্বাচন কমিশন সংস্কারসহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে।

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালী নতুন বাজার এলাকায় গণঅধিকার পরিষদ আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বতর্মান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায় যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে।  

অন্তর্বর্তী সরকারের প্রতি নুর বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। তাই জনগণের মাঝে ক্ষোভ বাড়ছে। ফ্যাসিবাদ যাতে আবার আসতে না পারে, এ ব্যাপারে বিএনপি, জামায়াতসহ আমাদের এক থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।  

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মুন্নার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সম্পাদক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, ঢাকা মহানগর দক্ষিন শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন  গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রোমান, সহ- সভাপতি মহিববুল্লাহ এ্যানি, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. মহসীন মৃধা প্রমুখ।

এ সময় নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খোকন দের নেতৃত্বে ১শ সনাতন পরিবার নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগদান করেন। নুর সদ্য যোগদানকারী ১শ সনাতন পরিবারের সদস্যকে স্বাগত ও শুভেচ্ছা জানান।  

এ সময় সদ্য যোগদানকারীদের উদ্দেশ্য করে নুর বলেন, আপনারা আগের চেয়ে এখন নিরাপদে আছেন এবং নিরাপদে থাকবেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft