শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
বিজয়ের মাসে সিপিবির মাসব্যাপী কর্মসূচি: রবিবার সারাদেশে পতাকা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৯ AM
মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ঢাকাসহ দেশব্যাপী পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।  এছাড়া ডিসেম্বর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

এ উপলক্ষে আজ শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালের যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।  

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল স্বাধীনতার ৫৩ বছর পার হলেও তার বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব।

নেতৃবৃন্দ বলেন, যদি সব জাতি-ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায় তাহলে মুক্তিযুদ্ধ চেতনা বিফলে যাবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বিজয়ের মাসে বাংলাদেশের সকল মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সংহত থেকে ফ্যাসিবাদ-মৌলবাদ-সাম্রাজ্যবাদসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সকল অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান।

বিজয় মাসে দেশব্যাপী কর্মসূচি অংশ হিসেবে আগামীকাল সারাদেশে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচি:

আগামীকাল ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, বিকাল ৪টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর পুরনা পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পতাকা মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শেষ হবে। কর্মসূচিতে সিপিবি সভাপতি মো. শাহ আলম এবং খুলনার কর্মসূচিতে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স উপস্থিত থাকবেন।

আগামীকালের পতাকা মিছিলের কর্মসূচিতে পার্টির সর্বস্তরের নেতকর্মী এবং আগ্রহীদের অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান।


আজকালের খবর/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
অবস্থান স্পষ্ট করা উচিৎ রেজওয়ানার, অভিমত শেখ সাদী খানের
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
আতিফ আসলামকে পেছনে ফেললেন তালহা আনজুম
অভিমান বুকে বিবিসি জরিপে সেরা গানের গীতিকার আবু জাফরের প্রস্থান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
‘ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft