শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
অজ্ঞাত ৪৪ লাশ
নভেম্বরে ১৯ গণপিটুনিতে ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ AM
নভেম্বরে দেশে অন্তত ১৯টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এরমধ্যে ১০ জন নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। গণপিটুনিতে নিহতের মধ্যে ৩ জন চোর সন্দেহে, ২ জন চুরির অভিযোগে, ২ জন ডাকাত সন্দেহে, ১ জন সন্দেহজনক চাঁদাবাজ, ১ জন বাক-বিতণ্ডার জেরে ও ১ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী। অন্যদিকে নভেম্বরে মোট ৪৪ টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে।
 

শনিবার  (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ)। গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ নিজে তথ্য সংগ্রহ করে এ জরিপ করে থাকেন। 

সংস্থাটি জানায়, নভেম্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের সময় চারজনের মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। একই সময়ে কারা হেফাজতে একজন বন্দির আত্মহননসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে রাজনৈতিক ৩৯টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছেন ৪১৪ জন। তাদের মধ্যে ৭ জন নিহত ও ৪০৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছে, যারা সবাই বিএনপির নেতা-কর্মী।
 

এমএসএফ জানায়, নভেম্বরে দায়ের করা মোট মামলায় আসামির তালিকায় সুনির্দিষ্টভাবে নাম রয়েছে প্রায় ৫ হাজার ৮ শত ৫৬ জনের। সেইসঙ্গে ‘অজ্ঞাতনামা’ আসামির সংখ্যা কমপক্ষে ৫ হাজার ৫ শত ১৭ জন। অন্যদিকে, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে চা খাওয়া, চিকিৎসায় অবহেলা, কটু কথা, বাসে ওঠা ইত্যাদি বিষয় নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হামলা-পাল্টাহামলা, ভাঙচুর, সংঘর্ষ ও লুটপাটে জড়িয়ে আহত হয়েছেন প্রায় ২২২ জন শিক্ষার্থীসহ নারী ও শিশু। একই সময়ে ৩২টি ঘটনায় ৩১ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, হুমকি ও নির্যাতনের শিকার হয়েছেন।

নভেম্বরে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতার মধ্যে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি কিছুটা কমলেও, আত্মহনন, হত্যা, পরিবারিক সহিংসতা ও শারীরিক নির্যাতনের ঘটনা গত মাসের তুলনায় বেড়েছে।

এমএসএফের তথ্য বলছে, ৩২০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় ৩২টি বেশি। এ মাসে ধর্ষণের ঘটনা ২৯টি, সংঘবদ্ধ ধর্ষণ ৭টি, ধর্ষণ ও হত্যা ২টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৫ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরী।

আজকালের খবর/এমকে









http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬
ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ নাগরিকের বিবৃতি
ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
আমরা সবাই বাংলাদেশি এক পরিবারের সদস্য
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বাংলাদেশে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft