শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
বাংলা ভাষাভাষীদের জন্য কনটেন্ট নির্মাণ করবে ‘দোয়েল’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭:২৫ PM
আগামী বছরের বছরের ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। এ উপলক্ষে তরুণ নির্মাতাদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ‘লেটস টক’ নামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এরই মধ্যে এনিগমা টেলিভিশন অনলাইনে পথচলা শুরু করেছে। এবার ‘দোয়েল’ নামে ওটিটি প্ল্যাটফর্ম আনছে তারা। এই প্ল্যাটফর্মে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাজের সুযোগ দেওয়া হবে। বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য কনটেন্ট নির্মাণ করবে ‘দোয়েল’। বিনোদনের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্যও এই প্ল্যাটফর্মে নানা কনটেন্ট থাকবে। এছাড়া প্রফেশনালদের জন্যও ভিন্নধর্মী কনটেন্ট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন এনিগমা টিভির প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু। 

তিনি বলেন, ‘অতিমাত্রায় বাণিজ্যের যাতাকলে বর্তমানের ওটিটি চ্যানলগুলোতে যাচ্ছে তাই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। যার কারণে ওটিটি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তির এই বিশ্বে মানসম্মত, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করার লক্ষ্যেই আমরা “দোয়েল” নামে ওটিটি নিয়ে আসছি।’
আলিয়াঁস ফ্রসেঁজে এনিগমা মাল্টিমিডিয়া আয়োজিত ‘লেটস টক’ -এর সেমিনারে আগত শিক্থার্থীদের সঙ্গে আলোচকবৃন্দ।

আলিয়াঁস ফ্রসেঁজে এনিগমা মাল্টিমিডিয়া আয়োজিত ‘লেটস টক’ -এর সেমিনারে আগত শিক্থার্থীদের সঙ্গে আলোচকবৃন্দ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তথাকথিত হিট বা ভিউ দিয়ে আমরা এগুতে চাইনা। মেধা, মনন ও সৃজনশীলতা দিয়েই এনিগমা দোয়েল টিভিকে সর্বস্তরের জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে চাই।

সেমিনারে আরো বক্তব্য দেন- মোশন মানিষাক, আতিকুর রহমান, বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজিব, তানভীর আল হোসেন, মাসরুর চৌধুরী, ফারহানা আখতার, আজকালের খবরের বিনোদন প্রধান আহমেদ তেপান্তর, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোস্তফা মতিহার, কালবেলার বিনোদন বিভাগীয় প্রধান এ এইচ মুরাদ, নিউএইজের স্টাফ রিপোর্টার আসলাম অরণ্য, ওমেরা পেট্টোলিয়াম লিমিটেডের নাসির উদ্দিন সুমন, ম্যাচ বক্সের এমডি আব্দুল মুমিত, গণমাধ্যম বিশেষজ্ঞ  ড. ইসলাম শফিক প্রমুখ।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
বগুড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
অবস্থান স্পষ্ট করা উচিৎ রেজওয়ানার, অভিমত শেখ সাদী খানের
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
আমরা সবাই বাংলাদেশি এক পরিবারের সদস্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft