প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৬:১৪ PM
ঢাকাই চলচ্চিত্রের পরিচালক আজাদী হাসনাত ফিরোজ (৫৮) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থা আশংকাজনক বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন পরিচালক সাফিউদ্দিন সাফি।
তিনি এ প্রতিবেদককে বলেন, ফিরোজ গত তিনদিন ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে অসুস্থ। এরমধ্যে হঠাৎ ক্রিটিক্যাল হয়ে উঠলে তার পরিবার তাকে হাসপাতালে নেয়। অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে তিনি শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের বরাত দিয়ে সাফিউদ্দিন সাফি এই নির্মাতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত কাজের মেয়ে, দিলতো পাগল, বস্তির মেয়ে, ফুলের মতো বউ ব্যবসায়িকভাবে সফল হয়।
আজকালের খবর/আতে