প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫:১১ PM
তোমাদের আগে আদর্শ ও মানবিক মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে, তার পর ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক, জজ- ব্যারিষ্টারসহ যে প্রতিযোগিতাই নামো সফল হবে। কারন, আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব নেই, সৎ, মানবিক ও আদর্শ মানুষের অভাব রয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার উপজেলার চান্দপুর ‘গঙ্গামন্ডল মডেল কলেজ’ কর্তৃক আয়োজিত ‘নবীণ বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি ও কলেজ প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ‘গঙ্গামন্ডল মডেল কলেজ’র অধ্যক্ষ মো. মুকবল হোসেন’র সভাপতিত্বে এবং মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. নাজমা বেগম, মো. হাবিবুর রহমান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মো. আমির হোসেন মাষ্টার, কাজী আমীর হোসেন, মো. মনিরুল হক, মো. নুরুজ্জামান, প্রভাষক মো. বায়েজিদ হোসেন, মো. জাকির হোসেন, প্রভাষক ফারহানা নাহিদ, শিক্ষার্থী মোছা. ফাতেমা আক্তার, মো. জাহিদ হাসান প্রমুখ।
নবীণবরণ অনুষ্ঠানটি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সূধীজনের উপস্থিতিতে একটি মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকালের খবর/বিএস