প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১১:২৩ PM
ভারতে মুসলমানরা নির্যাতিত হলে এখন থেকে প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ।
চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীতে মৌন মিছিল পূর্ববর্তী সময়ে দলটির সদস্য সচিব ফারুক হাসান এ কথা বলেন।
তিনি বলেন, হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ করার ষড়যন্ত্র করছে ভারত। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
হিন্দুদের প্রতি আহ্বান জানিয়ে ফারুক হাসান বলেন, ভারত বা আওয়ামী লীগের প্ররোচনায় উশৃঙ্খল আচরণ করবেন না। এতে হিন্দু-মুসলিম সবাই ক্ষতিগ্রস্থ হবে।
এ সময় ধর্ম বিবেচনা না করে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আনার দাবি জানান তিনি। একইসঙ্গে শনিবার (৩০ নভেম্বর) বাদ জহর বায়তুল মোকাররমে তাকবির মিছিল কর্মসূচির ঘোষণা করেন ফারুক হাসান।
কর্মসূচিতে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণনেতা থোয়াইং চিং মং চাক, আবুল কালাম, আব্দুলাহ, মোজাম্মেল মিয়াজী, আরিফবিল্লাহ, ফায়সাল আহমেদ, সোহাগ আফ্রিদিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস