মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিপুল লোকসান নিয়ে ‘হাসনাবাদ হল’ বিক্রি, কিনলো মাদরাসা কমিটি
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৭:১৯ PM
ঢাকাই চলচ্চিত্রপাড়ায় রুচিশীল সিনেমার অভাব দীর্ঘদিন ধরে। বছরে দু-একটা ভালোমানের সিনেমা হলেও সারাবছর লোকসান দিয়ে হল চালাতে হয়। যে কারণে বহু সংখ্যক সিনেমা হল এখন গোডাউন ঘর। কেউ হল বিক্রি করে এ পেশা থেকে সরেও যাচ্ছে। সর্বশেষ ৩৪ বছরের পুরানো নরসিংদীর ‘হাসনাবাদ’ সিনেমা হলটি লোকসানে টিকতে না পেরে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। যেটি কিনে নিয়েছে একটি মাদরাসা। খবরটি নিশ্চিত করেছেন হাসনাবাদ ইদরিসিয়া দারুল কুরয়ান মাদরাসার শিক্ষক মাওলানা মোকাররম হোসেন। 

জানা গেছে, চলচ্চিত্রের জোয়ারের বাজারে ১৯৯০ সালে নরসিংদীর বিত্তশালী ব্যবসায়ী শামসুজ্জামান ‘হাসনাবাদ’ সিনেমা হলটি প্রতিষ্ঠিত করেন। দেড় দশক বেশ জমিয়ে ব্যবসা করলেও এক দশক ধরে প্রায় বন্ধই ছিলো হলটি। ঈদ বা বড়সর সিনেমা এলে হলটি কালেভদ্রে খোলা হতো। তবে আগের মতো দর্শক না হওয়ায় মালিক পক্ষ হলটি ভাড়া দিয়ে দেয়। কিন্তু সর্বশেষ শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হওয়ায় বিরক্ত মালিক পক্ষ হল বিক্রির সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে মাদরাসার শিক্ষক মাওলানা মোকাররম আজকালের খবরকে বলেন, আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর হলটি মাদরাসার অন্তর্ভুক্ত হলো। এখন থেকে অনেক সংখ্যক শিক্ষার্থী নিয়ে মাদরাসাটি পরিচালিত হবে।

তিনি বলেন, ৩০ শতাংশের হলটির প্রকৃত মালিক শামসুজ্জমানের ওয়ারিসগনের থেকে মাদরাসা কমিটি এক কোটি ৩০ লাখ টাকায় কিনে নিয়েছে।

তিনি আরো বলেন, আগেও আমাদের মাদরাসা ছিলো, তবে সেটা হলঘেঁষা। যেহেতু হলটি অনেকদিন ধরে প্রায় বন্ধ। মাঝেমধ্যে ঈদ উৎসবে খোলে। সর্বশেষ শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি চলেছে। তবে আগের মতো আর লোক সমাগম হয় না, এতে মালিকপক্ষের অনেক ক্ষতি হয়েছে। যে কারণে তারা সিদ্ধান্ত নেয় হলটি বিক্রি করার। আমাদের মাদরাসা যেহেতু ওয়ালঘেঁষা তাই আমরাই কেনার প্রস্তাব দেই। এখনও অবশ্য ৩০ লাখ টাকা বাকি আছে, আল্লাহ চাহেতো শিগগিরই সে টাকাও পরিশোধ করা হবে।

বিষয়টি নিয়ে কথা বলতে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলকে মুঠোফোনে চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। 

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক কমিশনার
ঢাবিতে ১ বছরে চীনা শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ
স্বায়ত্তশাসনের দাবিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন
২ দফা দাবি নিয়ে প্রশাসন ভবনে তালা ইবি শিক্ষার্থীদের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘোষণা দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের দখল ছাড়লো বিএনপি
সরিয়ে দেওয়া হলো দুই উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে
বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ১১৬ নেতাকর্মী গ্রেপ্তার
বরিশালে র‌্যাবের ওপর হামলা, গুলিতে মাদক ব্যবসায়ী নিহত
মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু আগামীকাল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft