প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৮:৩৮ PM
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বিল্ডিংয়ের পেছনের জায়গায় সংগঠনের নতুন পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভবনের কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে ২০ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া, ডিআরইউ ভবনের চতুর্থ তলায় সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ডিআরইউ কার্যনির্বাহী কমিটির শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, মো. শরীফুল ইসলাম প্রমুখ।
আজকালের খবর/ওআর