প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৪:০৪ PM
একুশে বইমেলার স্টলভাড়া ৫০ ভাগ কমানো, প্যাভিলিয়ন বাতিল, কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও দালাল প্রকাশকদের বিচার এবং তাদের লুটপাটের শ্বেতপত্র প্রকাশের দাবিতে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশকবন্ধন করেছে বৈষ্যম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি।
সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- দেলোয়ার হাসান, মো. হেলাল উদ্দিন, শিহাব বাহাদুর, জামাল উদ্দিন, মশিউর রহমান, মো. মনিরুজ্জামান, শরিফুল হক শাহজি, মহিউদ্দিন কলি, মামুন সারোয়ার, মুর্শেদ আলম হৃদয় প্রমুখ।
বক্তারা অমর একুশের বইমেলা ২০২৫-এ দালাল প্রকাশকদের লুটপাটের নামে প্যাভিলিয়ন পদ্দতি বাতিল ও দালাল লেখকদের বর্জনের দাবি জানান।
তারা বলেন, জুলাই বিপ্লবে স্বৈরাচার পালালেও স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্নভাবে বিপ্লবীদের পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন অফিসে সুকৌশলে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে কাজ করছে। গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরীতে কর্মরত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। পাবলিক লাইব্রেরীর হারুন অর রশিদ, বাংলা একাডেমির মোজাফফর, স্বকৃত নোমান, তপন বাগচী, শাহাদাত হোসেন নিপু, জাতীয় গ্রন্থ কেন্দ্রের ফরিদ উদ্দিন, এনাম’রা এখনো দালালদের পক্ষে কাজ করছে। সরকারের বিভিন্ন কমিটিতে স্থান দেয়া হচ্ছে স্বৈরাচারের দালালদের। তারা ঘাপটি মেরে ষড়যন্ত্রে মেতেছে বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরী, গ্রন্থকেন্দ্রসহ প্রায় সর্বত্র।
প্রকাশক বক্তারা স্বৈরাচারের দালাল লুটপাটকারী প্রকাশকসহ যারা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর নামে শতশত কোটি টাকা লুটপাট করেছে তাদের বিচার দাবি করেন।
প্রকাশবন্ধনে প্রকাশকগণ কাগজের অস্বাভাবিক মূল্য কমিয়ে আপামর প্রকাশক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে আনারও দাবি জানান।
আজকালের খবর/ওআর