বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
রংপুরে সনাতনী জাগরণ জোটের সমাবেশ
গণ-অভ্যুত্থানের তিন মাস পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১:০৮ AM
আট দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। আজ শুক্রবার বিকেলে সমাবেশ থেকে আট দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

চিন্ময় কৃষ্ণ দাস অভিযোগ করেন, উগ্রবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের রাজনৈতিক একটি অংশ সম্মিলিতভাবে এই দেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ‘৫ আগস্ট গণ-অভ্যুত্থানের তিনি মাস হয়ে গেছে। দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরং প্রতিটি জায়গায় হিন্দুদের বাড়িঘরে এখনো লুটপাট-অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও চাকরিচ্যুতি চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে।’

সরকারের পরিবর্তনের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও মঠ-মন্দিরে হামলার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ‘সনাতন জাগরণ মঞ্চ’। ১৭ নভেম্বর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট মিলে ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ আত্মপ্রকাশ করে। এ জোটের ব্যানারে আজ রংপুরে এই বিভাগীয় সমাবেশ করা হয়।

তবে সমাবেশ করার জন্য পূর্বনির্ধারিত ভেন্যু রংপুর জিলা স্কুল মাঠের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। এর পরিবর্তে শহর থেকে চার কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে বিভাগীয় সমাবেশ করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে বেলা তিনটায় সমাবেশ শুরু হয়।

চিন্ময় কৃষ্ণ দাস বলেন, ‘৫ আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে এই রংপুরে প্রথম শহীদ হয়েছিলেন আবু সাঈদ। তিনি আত্মত্যাগ করেছিলেন বাক্‌স্বাধীনতা, গণতন্ত্র, সহাবস্থান ও মর্যাদাপূর্ণ একটি জাতির জন্য। শহীদ রুদ্র আত্মাহুতি দিয়েছিলেন এ আন্দোলনে। একজন মুসলমান ও একজন হিন্দু পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান করেছেন। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, কী পরিবর্তন দেখছি। আগের মতো অবস্থা। এই অবস্থা শহীদ আবু সাঈদ, রুদ্র, মুগ্ধসহ গণ-অভ্যুত্থানে আত্মাহুতিদানকারীদের রক্তের সঙ্গে বেইমানি।’

সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে থামানোর জন্য প্রতিটি জায়গায় ঘটনা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, ‘আজকে সৈয়দপুর, জলঢাকা, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আগত শত শত বাসকে পথে আটকে রাখা হয়েছে। হামলা করা হয়েছে। আহত দু-তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’

দেশের সনাতনী হিন্দুদের বিভিন্নভাবে দলীয় ট্যাগ নিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, ‘হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় জাতীয় পার্টি বিভিন্ন তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই দালালদের আমরা সাবধান করে দিতে চাই, ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক, তাকে আমরা ছুড়ে ফেলব। বিভক্তকারীকে আর স্থান দেব না।’

প্রায় ৪০ মিনিটের বক্তব্যে চিন্ময় কৃষ্ণ দাস বলেন, ‘আমাদের ছাড়া সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেখানে আমাদের সংখ্যালঘু প্রতিনিধি দেওয়া না হয়, সংবিধানে হিন্দুদের ধর্মীয় ও পারিবারিক আইন এবং দেশের সহাবস্থানে যদি সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। আমরা বলতে চাই, আমাদের যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, বাঁশখালী ঋষিধামের মোহন্ত সচিদানন্দ পুরী মহারাজ, কৈবল্যধামের মহারাজ কালিপদ ভট্টাচার্য, স্বামী গোপীনাথ মহারাজ প্রমুখ।


আজকালের খবর/ এমকে









সর্বশেষ সংবাদ
পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি
নবীনগরের লোকনাথ আশ্রমে চুরি
লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিকলী উপজেলা বিএনপির কাউন্সিলে মিঠু-হেলিম নির্বাচিত
পীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তাড়াশে বিএনপি নেতাদের বিরুদ্ধে মহিলা মেম্বারকে মারধরের অভিযোগ
কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কুমিল্লায় জামায়াত নেতার গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রূপসা-গড়াই বাস আটক
সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft