প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৭:৫৩ PM
নেত্রকোনার কলমাকান্দায় ময়নাতদন্তের জন্য দাফনের চারমাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কিশোর সোহাগ মিয়ার (১৫) লাশ উত্তোলন করেছে প্রশাসন।
আজ বুধবার উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা থানা পুলিশ ও পরিবারের স্বজনদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজ হোসেন।
জানা গেছে, গত ১৯ জুলাই শুক্রবার আসরের নামাজের পর ঢাকার নয়াবাজার বাসা থেকে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক সোহাগ মিয়া। ২৩ জুলাই তার লাশ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোহাগ তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন।
সোহাগের মৃত্যুর ঘটনায় গত ২০ আগস্ট ঢাকা ডিএমপি ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার বাবা শাফায়েত। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলার তদন্তের জন্য লাশের ময়নাতদন্ত করতেই আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (সিআইডি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করা হয়েছিল। তাই তদন্তের স্বার্থে আদালতে মরদেহের ময়নাতদন্তের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আদালতের আদেশ পাওয়ার পর বুধবার মরদেহটি তোলা হয়েছে।
আজকালের খবর/ওআর