মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:০৬ PM
দৈনিক সমকাল পত্রিকায় গত ১৫ নভেম্বর প্রকাশিত ‌‘দলিল রেজিস্ট্রিতে ৯৫ হাজার টাকা দাবির অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদে নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে নন্দীগ্রাম উপজেলার তারাটিয়া গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে আব্দুল হান্নান উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নন্দীগ্রাম দলিল লেখক সমিতির পক্ষ থেকে সভাপতি আখতারুজ্জামান উজ্জল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল একটি বন্টননামা দলিল রেজিস্ট্রি বাবদ ৯৫ হাজার টাকা খরচ চেয়েছে বলে উক্ত সংবাদে উল্লেখ করা হয়। তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, আমি বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি যে উক্ত সংবাদ প্রকাশিত হয়েছে। এতে আমি খুব মর্মাহত এবং দুঃখিত। 

কারণ, নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জান উজ্জল ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল আমার নিকট থেকে বন্টননামা দলিল রেজিস্ট্রি খরচ বাবদ কোনো খরচ চায়নি বা তাদের নিকট আমার দলিল রেজিস্ট্রি করার জন্য কোনো আলোচনা হয়নি। ইহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে, ইউনুস আলী ওরফে ঠান্ডু তার নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করে নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়কে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাহা মিথ্যা ও বানোয়াট। তাই প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রাজনৈতিক চাপে নিয়োগ বাতিল হচ্ছে ৪৫০০ কর্মচারীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft