জামালপুরের সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলায় ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
জামালপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক বলেন, সরিষাবাড়ী উপজেলা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অধিবেশন চলে পোগলদিঘা কলেজে। সন্ধ্যায় ৭-৮টি মোটরসাইকেলে এসে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা প্রথমে সাংবাদিক শহিদুল ইসলাম নিরবকে পিটিয়ে আহত করে। দা, লাঠি হাতে থাকা হামলাকারীরা পরে কলেজের ভেতরে ঢুকে যুব ইউনিয়নের সভাপতি মাহবুব জামান জুয়েল ও ছাত্র ইউনিয়ন নেতা সোহাগকে মারধর করে কাউন্সিল অধিবেশন পণ্ড করে দেয়।
“যাওয়ার সময় শহিদুল ইসলাম নিরবের মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে গেছে। আহত নিরবকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
শহিদুল ইসলাম নিরব বলেন, তিনি পেশাগত কাজে সম্মেলনের সংবাদ সংগ্রহে যান। এসময় নিজের পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে মারধর করে।
কাউন্সিলে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসু ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়ান খন্দকার মাহিন বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক ছাত্র-ছাত্রী ছাত্র ইউনিয়নের দিকে ঝুঁকেছে। এর অংশ হিসেবে উপজেলা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জমায়েত দেখে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, “ঘটনা শোনার পরপরই হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। ঘটনা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আজকালের খবর/ এমকে