মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫
সোনাতলায় রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সোনাতলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ৬:৫০ PM
সোনাতলায় রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বোচারপুকুরস্থ কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বোচারপুকুর খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় অংশগ্রহণ করেন গাইবান্ধার মহিমাগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি ও বগুড়ার শিবগঞ্জ অনন্তবালা খেলোয়াড় কল্যাণ সমিতি। খেলায় শিবগঞ্জ দল মহিমাগঞ্জকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে শাহজাহান আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন- টুর্ণামেন্টের উদ্বোধক বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. এরশাদুল বারী এরশাদ, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীর রতন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহসান হাবীব মোহন, রাজ্জাকুল ইসলাম, বালুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর হারুন-অর-রশিদ, জাফর ইকবাল চপল, যুবদল নেতা সোহানুর রহমান, ছাত্রদল নেতা জরিফুল ইসলাম, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, বর্তমান সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, কোষাধ্যক্ষ জাহিনুর ইসলাম, সদস্য তৌহিদ আহম্মেদ-সহ অনেকে।
 
বক্তব্য শেষে প্রধান অতিথি রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করেন। খেলা পরিচালনা করেন আল-আমিন ও ধারাভাষ্যকার ছিলেন রফিকুল ইসলাম।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে: ভারত
ঋণগ্রহীতার প্রতিষ্ঠানের সামনে ব্যাংকের মানববন্ধন ও মাইকিং, সামাজিকভাবে হেনস্তা
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
এইচএমপিভি : বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্রে তিন নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির
৫ আগস্ট ‘সার্বক্ষণিক যোগাযোগে’ ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান
টিউলিপের পর যুক্তরাজ্যে এবার আলোচনায় সালমানপুত্র শায়ান
শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
রাজনৈতিক চাপে নিয়োগ বাতিল হচ্ছে ৪৫০০ কর্মচারীর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft