শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানে চুপসে যাওয়া শাকিব ব্যস্ত ভারতে
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৭:১৪ PM
তারকা পরিচালক রায়হান রাফি পরিচালিত বিগ হিট সিনেমা ‘তুফান’ পাকিস্তানের মাটিতে ৪৩টি প্রেক্ষাগৃহে চলেছে। তবে এ নিয়ে যেমন ঢাকাতে কোনো উত্তাপ নেই, একইভাবে পাকিস্তানেও আলোচনার বাইরে সিনেমাটি। আর এ কারণে প্রযোজক বা পরিচালক তরফ থেকে কোনো উচ্ছ্বাস নেই। বিষয়টি মোটেই ভালো চোখে দেখছেন না উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী শবনম। বলেন, খোঁজ নিলাম কিন্তু যা পেলাম তাতে হতাশা বাড়িয়ে দিলো। অথচ ওখানে কিছুটা হলেও চলার কথা ছিলো। নেতিবাচক সংবাদ ভবিষ্যতে দুই দেশে ভালো সিনেমা বিনিময়ের পথে অন্তরায় হতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেছেন।

এদিকে বিষয়টি নিয়ে একাধিক প্রভাবশালী পরিবেশক আজকালের খবরকে জানিয়েছেন, এটা দুঃখজনক যে সঠিক উপায়ে পাকিস্তানে সিনেমাগুলো আসছে না। শুনেছি শাকিব ঢাকার খুব বড় তারকা, যদি তাই হবে তবে তার সিনেমা আসবে অথচ প্রচারণা থাকবে না এটা হতে পারে না। তিনি এ জন্য বৈধভাবে পাকিস্তানে সিনেমা পাঠানোর পরামর্শ দেন। বলেন- অন্তত এক মাস হাতে রেখে ভালো মানের সিনেমা পাঠালে সব ধরনের প্রস্তুতি নেওয়া সম্ভব। পাশাপাশি তারা পরামর্শ দেন পাকিস্তানি সিনেমাও ঢাকাতে চালানোর। 

এ নিয়ে মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্টের পর অরাজতকার সুযোগে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পাকিস্তানে পাঠানো হয়েছে দেশের মাটিতে ব্যবসা করা ‘তুফান’। ভবিষ্যতে এমনটা যেন না হয় সেজন্য সকলকে সাবধান করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। একই সময় সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক শাহরিয়ার শাকিলকেও সাবধান করেন।

ওদিকে পাকিস্তানের বাজারে ব্যর্থ হলেও শাকিব খান ব্যস্ত হয়ে পড়েছেন অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার মুক্তি নিয়ে। আগামী ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একই সঙ্গে এসকে মুভিজের পক্ষ থেকে ঘোষণা আসে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের। সে ‍উপলক্ষে ১১ নভেম্বর কলকাতার তাজ হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন হয়। 

এদিন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী ও দর্শনার মতো প্রথম সারির তারকারা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো নির্মাতারা।

এতসব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। মুম্বাইয়ে চলমান ‘বরবাদ’ সিনেমার শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে ডেকে তোলেন শাকিবকে। সম্বোধন করেন বাংলাদেশিদের গর্ব মেগাস্টার হিসেবে।  

এরপর শাকিব খান মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ সিনেমা নিয়ে বলেন, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টির বেশি দেশে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে (কলকাতা) আসি, কখনও দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।

তবে, বিশেষজ্ঞদের মতে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সঙ্গে এ মূহুর্তে ভারতের শীতল সম্পর্ক তাই সিনেমা ব্যবসায় ভারত নির্ভরতার কমানোর পরামর্শ দিয়েছেন সরকার- মন্ত্রণালয় সূত্র এমনটাই জানিয়েছে।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
ইবির সাবেক কোষাধ্যক্ষের আড়াই লক্ষাধিক টাকা ভাড়া বকেয়া
অবস্থান স্পষ্ট করা উচিৎ রেজওয়ানার, অভিমত শেখ সাদী খানের
পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
আতিফ আসলামকে পেছনে ফেললেন তালহা আনজুম
অভিমান বুকে বিবিসি জরিপে সেরা গানের গীতিকার আবু জাফরের প্রস্থান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবিতে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
‘ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft