সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
মার্কিন প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:৫০ PM
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানুয়ারিতে যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তখন তার দল বিরাপলিকান পার্টি মার্কিন কংগ্রেসের উভয়কক্ষ নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের ফল প্রকাশকারী বেসরকারি কোম্পানি ডিসিশন ডেস্ক এইচকিউ (ডিডিএইচকিউ) এর প্রদর্শিত ফলাফলে এমন আভাস পাওয়া গেছে।

যদি এমনটি হয় তাহলে ট্রাম্প কর হ্রাস ও ফেডারেল সরকারকে সঙ্কুচিত করার মতো তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন।

এডিসন রিসার্চের প্রদর্শিত ফল দেখাচ্ছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে ইতোমধ্যেই রিপাবলিকান আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, এখানে তারা ৫২ আসন নিয়ে ৪৬ আসন পাওয়া ডেমোক্র্যাটদের থেকে এগিয়ে আছে।

সোমবার ডিডিএইচকিউয়ের প্রদর্শিত ফলে দেখা গেছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা অন্তত ২১৮টি আসন পেতে যাচ্ছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে একটি দলকে অন্তত ২১৮টি আসন পেতে হয়।

ইতোমধ্যে ঘোষিত ফলাফলে ৪৩৫ সদস্যদের প্রতিনিধি পরিষদের ২১৪ আসনে জয় নিয়ে রিপাবলিকানরা এগিয়ে আছে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৬ আসন।

৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সেনেটেও দলটির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে। এখন প্রতিনিধি পরিষদের যে আটটি আসনের ফল ঘোষণা এখনও বাকি সেগুলোর মধ্যে অন্তত চারটিতে জয় পেলেই কংগ্রেসের নিম্নকক্ষও রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাবে।

যদি তাই হয় তাহলে এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ক্ষমতার সবগুলো কেন্দ্রেই রিপাবলিকান আধিপত্য প্রতিষ্ঠিত হবে।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ক্ষমতার প্রথম মেয়াদে ট্রাম্পের সবচেয়ে বড় অর্জন ছিল ব্যাপক কর হ্রাস, ওই আইনের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা রয়েছে।

এই আইন ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরবাহী এক লাখ কোটি ডলারের অবকাঠামো নির্মাণ আইন, উভয়ই এসেছিল যখন কংগ্রেসের দুই কক্ষই তাদের দলের নিয়ন্ত্রণে ছিল।

এর বিপরীতে বাইডেনের মেয়াদের গত দুই বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধীদল রিপাবলিকানের নিয়ন্ত্রণে ছিল, এ সময় প্রেসিডেন্ট বিভিন্ন প্রস্তাব পাস করাতে ক্রমাগত বাধার মুখে পড়েছেন, ফলে তেমন সফল হননি।

আর এবার ক্ষমতার অন্তত প্রথম দুই বছর ট্রাম্প অনেকটা নিশ্চিন্তে নিজের নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেও ৬-৩ ব্যবধানে রক্ষশীলদের আধিপত্য থাকায় প্রেসিডেন্টের ক্ষমতায় সর্বোচ্চ আদালতেরও সমর্থন থাকবে।


আজকালের খরব/ এমকে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
বিক্রম মিশ্রির সফরে বরফ গলতে পারে ঢাকা-দিল্লির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft