শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
শেষ হলো র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:২৪ PM
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) আয়োজনে স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৪ শেষ হয়েছে। দুদিন ব্যাপি এই আয়োজনে ছিল বিট ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ফুটবল প্রতিযোগিতা। 

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৪-০ গোলে জয়ী হয় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ক্যাপিটাল জার্নালিস্ট ফোরামকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলে নেয় বিএসপিএ। 

এর আগে রবিবার র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিন র‌্যাকসহ ১৬টি সাংবাদিক সংগঠন প্রথম পর্বের খেলায় অংশ নেয়। ১৬টি সাংবাদিক সংগঠনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোয়ার্টার ফাইনালে উঠে আসে আটটি দল। সোমবার একই দিনে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

ফাইনাল ম্যাচ শুরু হয় বেলা দেড়টায়। এর আগে দুই দলের আনুষ্ঠানিকতার পর বক্তব্য রাখেন র‌্যাকের সভাপতি জেমসন মাহবুব ও সাবেক সভাপতি আহম্মদ ফয়েজ। এরপর খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাকের ক্রীড়া সম্পাদক ফজলুর রহমান। তা ছাড়া সংগঠনটির সহ সভাপতি মাহবুব সৈকত, অর্থ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, প্রচার-প্রকাশনা সম্পদক মারুফ কিবরিয়া,  দপ্তর সম্পাদক আলী তালুকদার ও কার্যনির্বাহী সদস্য তাবারুল হক উপস্থিত ছিলেন।

আজকালের খবর/আরইউ








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
জাবিতে প্রজাপতি মেলা অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নিহত
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬
ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ নাগরিকের বিবৃতি
ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাতীয় ঐক্য ভাঙলে দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
গ্রামীণ ব্যাংক ও ইউনূস সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সামরিক উপদেষ্টারা
অভিমান বুকে বিবিসি জরিপে সেরা গানের গীতিকার আবু জাফরের প্রস্থান
রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা?
আমরা সবাই বাংলাদেশি এক পরিবারের সদস্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft