সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
নাট্যাঙ্গনের শীর্ষ অভিনেতা নিলয় আলমগীর
অভি মঈনুদ্দীন
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:২৯ PM
নাট্যাঙ্গনের এই সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীর। একের পর একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে নিলয় আলমগীরের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। তার সমসাময়িক সকল অভিনেতার চেয়ে দর্শকপ্রিয়তায় তিনি যেমন শীর্ষে রয়েছেন, সেইসাথে অন্যান্যদের চেয়ে অভিনয়েও বেশি ব্যস্ত তিনি। অনেক কষ্ট, সংগ্রাম, অধ্যবসায়ের পর নিলয় আলমগীর হয়ে উঠেছেন দর্শকের প্রিয় এক তারকা অভিনেতায়, প্রযোজক পরিচালকদের কাছেও তিনি পছন্দের শীর্ষে রয়েছেন। রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’র মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু হলে এরপর বিজ্ঞাপনে, নাটকে কাজ করেই চলছিলেন নিলয়। কিন্তু যে নাটকটিতে তার অভিনয় দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয় সেটি হলো চ্যানেল আইতে প্রচারিত সালাহ উদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিক নাটকটি। এই নাটকে সেলিম চরিত্রে দুর্দান্ত অভিনয় নিলয়ের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হয়। আর এর পরপরই নাটকের একজন অভিনেতা হিসেবে নিলয়ের কাজ বাড়তে থাকে, পাশাপাশি তার জনপ্রিয়তাও বাড়তে থাকে। বিগত কয়েক বছরে নাটক ইণ্ডাষ্ট্রিতে নিলয় হয়ে উঠেন একজন চাহিদা সম্পন্ন অভিনেতা, যাকে নিয়ে কাজ করার জন্য প্রযোজক পরিচালকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়। কারণ তার নাটক মানেই হিট, তার নাটক মানেই ব্যবসাসফল নাটক। ঠিক এই মুহুর্তে বাংলাদেশের পাঁচটি সর্বাধিক ভিউয়ের নাটকের মধ্যে নিলয় আলমগীরের দুটি নাটক রয়েছে। নাটক দু’টি হলো মোহিন খানের ‘শ্বশুরবাড়িতে ঈদ’ ও ‘সংসার আমার ভাল্লাগে না’। শুধু তাই নয় এই সময়ে নিলয় আলমগীর অভিনীত যেসব নাটক দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘তরী’,‘আদরে থেকো’,‘ পাপ’,‘ এক জনমে ভালোবেসে’,‘ সামির’,‘ মামার বাড়ি’,‘ মানুষ দেখতে কেমন’,‘ পাখির মতো মন’,‘ বদনাম’,‘ একসাথে’,‘ মন মাজার’,‘ ওয়াদা’,‘ বাহাদুরী’ ইত্যাদি। নিজের অবস্থান নিয়ে ভীষণ সন্তুষ্ঠ নিলয় আলমগীর। নিলয় আলমগীর বলেন,‘ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা মায়ের দোয়ায় আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তানভীর খান ভাই, সানিয়াত হোসেন ভাই ও সৈকত সালাহ উদ্দিন ভাইয়ের কাছে, কারণ তারা আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন। অবশ্যই কৃতজ্ঞ আমার সকল নাটকের প্রযোজক, পরিচালক, সহশিল্পীদের প্রতি। এটা সত্যি যে ট্রেণ্ডি গল্পের বাইরেও ভালো গল্পের নাটক বিশেষত পারিবারিক গল্পের নাটকেও অভিনয় করি। কিন্তু সেসব নাটক দর্শক খুব কমই দেখেন। আমরা কিন্তু দর্শকের জন্য অভিনয় করি। আর দর্শক যে নাটক দেখেন সেটা কিন্তু এই সময় ভিউ দিয়েই বিবেচিত হয়। দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বা পেজ-এ আপনাদের অভিমত জানাবেন। আমরা দর্শকের অভিমতকে খুউব গুরুত্ব দেই।’ আগামী কিছুদিনের মধ্যে নিলয় মোহিন খান, এস আর মজুমদার, প্রীতি দত্ত, মোহন আহমেদ, জুবায়ের ইবনে বকর, জুলফিকার শিশির’সহ আরো বেশ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করবেন।

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
বিক্রম মিশ্রির সফরে বরফ গলতে পারে ঢাকা-দিল্লির
নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft