সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
এনিগমা টিভিতে মুগ্ধতা ছড়ালেন লাবণ্য
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৭:১৪ PM
এভাবে এমন করে এতো আয়োজনের মধ্যদিয়ে কোনো টিভি চ্যানেলে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য’র কোনো একক অনুষ্ঠানে সরাসরি গান গাওয়ার সুযোগ হয়নি। এবারই প্রথম এনিগমা টিভি’তে লাবণ্য’র বেশ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়েই সরাসরি অনুষ্ঠান ‘আজ গানের দিন’ অনুষ্ঠানে গেলো ১০ নভেম্বর রাত ৮টা থেকে ৯টা ১৫ পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেছেন লাবণ্য। যথারীতি এই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। অনুষ্ঠানে মিউজিসিয়ান হিসেবে উপস্থিত ছিলেন কী-বোর্ডে অন্তর, গীটারে স্মরণ, বাঁশিতে মামুন, কাহনে শুভ ও তবলায় অনির্বাণ। অনুষ্ঠানের শুরুতেই লাবণ্য দেশাত্ববোধক গান ‘আমি হৃদয়ে এঁকেছি বাংলাদেশ’ পরিবেশন করেন। এরপর একে একে তিনি ‘আবার কখন কবে’,‘ ছিলে তুমি আঁধারে’,‘ আমার ভাঙ্গা ঘরের’,‘ কথা বলো না বলো’,‘ জোসনা পরে গলে গলে’,‘ ও পাখি তোর যন্ত্রনা’ গানগুলো পরিবেশন করেন। সবশেষে লাবণ্য পরিবেশন করেন অভি মঈনুদ্দীনের লেখা ও সুরে তারসঙ্গে ইউসুফের গাওয়া প্রথম মৌলিক গান ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’ গানটি। এই গানটি পরিবেশনের সময় সহমিল্পী হিসেবে ইউসুফও লাবণ্য’র সঙ্গে কন্ঠ মেলান। লাবণ্য বলেন,‘ এনিগমা টিভির সিইও ফাহমিদুল ইসলাম ভাইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন একটি চমৎকার পরিবেশে নান্দনিক আয়োজনে আমাকে গাইবার সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ আমার সকল প্রিয় মিউজিসিয়ান ভাইয়াদের প্রতি, তারা ভীষণ সুন্দর বাজিয়েছেন। ধন্যবাদ অনুষ্ঠানের উপস্থাপক আমার প্রিয় শিল্পী ইউসুফ ভাইকে। অনুষ্ঠানের শুরুতেই একজন বীর প্রতীক’কে স্মরণ করার বিষয়টি আমার কাছে খুউব ভালোলেগেছে। সত্যি বলতে কী পরিবেশটা এতো চমৎকার ছিলো যে গাইতেও ভীষণ ভালোলাগছিলো। গান নির্বাচনেও আমি যথেষ্ট সতর্ক ছিলাম। সবমিলিয়ে আজ গানের দিন-এ সঙ্গীত পরিবেশন করার পর বেশ ভালো সাড়া পাচ্ছি। ধন্যবাদ আবারো এনিগমা টিভি’কে এতো সুন্দর আয়োজনের জন্য।’ এনিগমা টিভি’র সিইও ফাহমিদুল ইসলাম বলেন,‘ আজ গানের দিন অল্প সময়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের এই আয়োজনে এরইমধ্যে অনেক শিল্পীরা আমাদের নিমন্ত্রণে এসেছেন। আগামীতে আরো বিশেষ বিশেষ আয়োজন থাকছে এই আয়োজনে। সকল শিল্পীদের সহযোগিতা চাইবো সবসম যেন এনিগম টিভি হয়ে উঠে শিল্পীদের প্রিয় একটি স্থান। ধন্যবাদ লাবণ্য’কে তার সুন্দর সঙ্গীত পরিবেশনার জন্য। আবারো এই টিভির পর্দায় দর্শক তাদের প্রিয় কোনো শিল্পীকে দেখতে পাবেন শিগগিরই। আর আমরা সবার কাছ থেকে পরামর্শ চাই অনুষ্ঠান সম্পর্কে। ’ উল্লেখ্য, ‘আজ গানের দিন’ অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন নিহার সুলতানা। অনুষ্ঠানটি সবসময়ই উপস্থাপনা করেন ইউসুফ আহমেদ খান। 

আজকালের খবর/আতে








http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
বিক্রম মিশ্রির সফরে বরফ গলতে পারে ঢাকা-দিল্লির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft