প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:৪৫ PM
বগুড়া আশা সিমেন্ট প্রিয়জন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বগুড়া মমইন এর কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা সিমেন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার সজীবুল আলম। আরো বক্তব্য রাখেন- সহ. ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মাকেটিং) তারাপদ রায় স্বপন, সহ. ব্যবস্থাপক (ব্যান্ড) মো. মেহেরাজুল ইসলাম, আশা সিমেন্টের পরিবেশক জাকির হোসেন, মেসার্স আবু বক্কর সিদ্দিকের পরিচালক মো. আরিফ রিজওয়ান, আশা সিমেন্ট বগুড়া এরিয়া ম্যানেজার রাসেল সুমন প্রমুখ।
প্রধান অতিথি বক্তবে বলেন, আশা সিমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ ভি আর এম মেশিনে উৎপাদিত হয়। আশা সিমেন্ট বাংলাদেশে প্রথম ত্রিপল টেস্টট ও ৮০ থেকে ৯৪% ক্লিঙ্কার রয়েছে। এছাড়াও নতুন বছরে আশা আরো নতুন কিছু উপহার নিয়ে রিটেইলর মিট প্রোগ্রাম করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি।
মধ্যাহ্ন ভোজ শেষে সকল বিক্রেতাদের মাঝে র্যাফেল ড্র এবং পুরস্কারের পাশাপাশি প্রত্যেককে সৌজন্য পুরস্কারও দেয়া হয়।
আজকালের খবর/ওআর