প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৪:০০ PM আপডেট: ১১.১১.২০২৪ ৪:৩২ PM
আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে আনে টাইগাররা। এরপর সিরিজে ফেরে সমতা। সে কারণেই আজকের শেষ ম্যাচটা একটু অন্য রকম, অনেকটা অঘোষিত ফাইনালের মতো।
আজ সোমবার এই সিরিজ নির্ধারণী ম্যাচের টস জিতে ইতোমধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সব ঠিক থাকলে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে।
এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচে চোটে পাওয়ায় এ ম্যাচে খেলতে পারছেন না।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, আল্লাহ গজনফর ও ফজলহক ফারুকি।
আজকালের খবর/ওআর