সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
বেতন পরিশোধের আশ্বাস
তিন দিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৩:৪২ PM আপডেট: ১১.১১.২০২৪ ৩:৪৫ PM
বেতন পরিশোধের আশ্বাসে টানা তিন দিন অবরোধের পর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে। 

আজ সোমবার দুপুর ২টার দিকে অবরোধ তুলে নিয়ে সড়ক ছাড়েন শ্রমিকরা।

এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামেন টিএনজেড গ্রুপের পাঁচ পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার রাতেও বাসায় ফেরেননি পোশাক শ্রমিকরা। আজ সোমবার দুপুরেও গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ির কলম্বিয়া গার্মেন্টস মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেন তারা।

টানা তিন দিনের অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তির সৃষ্টি হয়। গণপরিবহন সচল না থাকায় কর্মজীবী মানুষজন হেঁটেই অফিসে রওনা হন। এছাড়া ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং ঢাকামুখী গাড়িগুলো বিকল্পপথ ব্যবহারের চেষ্টা করে। তবে গাড়ির সংখ্যা বেশি থাকায় অলিগলিতে ছড়িয়ে পড়ে যানজট।

টিএনজেড গ্রুপের পোশাক কারখানা ছাড়া শিল্পনগরীর গাজীপুরের অন্যসব পোশাক কারখানায় স্বাভাবিকভাবেই সোমবার সকালে কাজে যোগ দেন তৈরি পোশাক শ্রমিকরা।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, বেলা ২টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। 

আজকালের খবর/ওআর










http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
বিক্রম মিশ্রির সফরে বরফ গলতে পারে ঢাকা-দিল্লির
নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft