সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
রাস্তার পাশে ১০ ব্যাগ হাত বোমা, ঘটনাস্থলে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২:৪৫ PM
শরীয়তপুরে রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১০ ব্যাগ হাত বোমার সন্ধান পাওয়া গেছে।  বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করতে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম।

সোমবার (১১ নভেম্বর) সকালে ডামুড্যা উপজেলার রাস্তার পাশে ব্যাগভর্তি এসব হাতবোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ্য বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরবর্তীতে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছায়। সাভার সেনানিবাস থেকে বোম ডিস্পোজাল ইউনিটের একটি বিশেষ টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ্য বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে









http://www.ajkalerkhobor.net/ad/1724840661.gif
সর্বশেষ সংবাদ
রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প
জুলাই-আগস্টের ঘটনায় অনেক বাদী মামলা বাণিজ্য করছেন: ডিএমপি কমিশনার
বাশার আল আসাদের বাসভবনে লুটপাট চালাল জনতা
এক দিনে তিনবার হার, ভারতের দুঃস্বপ্নের মতো দিন
বিক্রম মিশ্রির সফরে বরফ গলতে পারে ঢাকা-দিল্লির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফুটবল খেলাকে কেন্দ্র করে ইবিতে মারামারি
বৃদ্ধকে বিয়ে, ফুলশয্যার আগে দেনমোহর নিয়ে উধাও যুব মহিলা লীগ নেত্রী!
চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন, মা ও চাচি নিহত
হঠাৎ এফডিসিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft